মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ছয় নারীসহ আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে একজন। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় গত ১৩ জুলাই বুধবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৭৯ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪০ জন।
করোনা উপসর্গে মুত্য ব্যক্তিরা হলেন, খুলনা জেলার কয়রা সদর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে হায়দার আলী শেখ (৬০), সাতক্ষীরা সদর উপজেলার লাবসা গ্রামের শেখ রওশন আলীর স্ত্রী আরজুমান বানু (৭০), একই উপজেলার শিবপুর গ্রামের অভিলাস গাইনের স্ত্রী সুচিত্রা গাইন
(৫৫),শিমুলবাড়িয়া গ্রামের মৃত মফিজ উদ্দীনের স্ত্রী মরিয়ম খাতুন (৭০), সাতক্ষীরা পৌরসভার কুখরালী এলাকার মোঃ মনিরুলের স্ত্রী শারমিন
(২৮), আশাশুনি উপজেলার চাকলা গ্রামের মুজাহিদুল ইসলামের স্ত্রী লাকী আক্তার (৩২), একই উপজেলার মহিষকুড় গ্রামের করুনা মন্ডলের ছেলে
ভোলা মন্ডল (৪৫) ও কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর গ্রামের মৃত অন্নদা বিশ্বাসের ছেলে রবিন্দ্রনাথ বিশ্বাস (৯০)।
এছাড়া করোনা আক্রান্ত হয়ে সামেক হসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কলারোয়া উপজেলার ইলিশপুর
গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী মনোয়ারা খাতুন(৫৮)। জেলা
স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে উল্লেখিতরা গত ২৬ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ভোর রাত ২ টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।
এদিকে সাতক্ষীরায় ফের কমেছে করোনা সংক্রমন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় ৩২৪ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১০ দশমিক ৩৯ শতাংশ। এর আগের দিন ছিল শনাক্তের হার ২০ দশমিক ৭৩ শতাংশ।
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ৩৫৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৫০ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ১০৯ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৯৬ জন। গত ২৪ ঘন্টায় জেলায় সু¯’ হয়েছেন ৬৫ জন। জেলায় ১৩ জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রাšন্ত হয়ে ৭৯ জন এবং উপসর্গে মারা গেছেন অন্ততঃ ৪৪০ জন।
সময় জার্নাল/এমআই