ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ (১১ আগস্ট)। নতুন শিক্ষার্থীদের আগমনে পুরো ক্যাম্পাসে বইছে আনন্দ ও উৎসবের আমেজ। রঙিন আলপনা, ফুল, বেলুন আর সৃজনশীল সাজসজ্জায় প্রতিটি বিভাগ নিজেদের প্রাঙ্গণকে করে তুলেছে বর্ণিল।
কয়েকজন নবীন শিক্ষার্থীর সাথে কথা হয় আমাদের, তখন হিসাববিজ্ঞান বিভাগের সুমাইয়া আক্তার ( ছদ্মনাম) সময় জার্নাল-কে বলেন,
“এত সুন্দরভাবে আমাদের বরণ করে নেবে, সত্যি ভাবিনি। এখানে এসে সিনিয়রদের যে ব্যবহার পেলাম, তা সব ধারণা বদলে দিয়েছে। অনেকেই বলে বিশ্ববিদ্যালয়ে এসে নাকি সিনিয়ররা প্রেশার দেয়, কিন্তু তাদের আন্তরিকতা, সহায়তা দেখে মনে হয়েছে এখানে সবাই একে অপরের আপনজন। মনে হচ্ছে আমরা এক নতুন পরিবার পেয়েছি।”
ক্যাম্পাসের পরিবেশ কেমন লাগলো জানতে চাইলে মার্কেটিং বিভাগের আরেক নবীন শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন,
"এটা এখন আমাদের ক্যাম্পাস, অবশ্যই ভালো লাগবে। তবে কলেজের অধ্যায় শেষ করে প্রথমবার পরিবারের থেকে দূরে এসেছি। তবে আশা করছি শীঘ্রই নিজেকে এই নতুন পরিবেশে মানিয়ে নিতে পারব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া সবারই স্বপ্ন থাকে, আর আমার সেই স্বপ্ন আজ বাস্তবে পরিণত হয়েছে। এখন আমার লক্ষ্য হবে নিজেকে তৈরি করে দেশ ও পরিবারের জন্য ভালো কিছু করা।”
নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলম (অন্তর্বর্তীকালীন) স্বশরীরে ক্লাস কার্যক্রম পরিদর্শন এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেছেন।
এদিকে নবাগত শিক্ষার্থীদের র্যাগিংমুক্ত রাখতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল (ভারপ্রাপ্ত) কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় র্যাগিং ও বুলিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে র্যাগিং প্রতিরোধে সহায়ক নীতি-২০২৩ অনুযায়ী এসব কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। কোনো শিক্ষার্থী র্যাগিং বা বুলিং করলে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। যদি এমন ঘটনা কারও ক্ষেত্রে ঘটে, তবে বিভাগীয় প্রধান বা প্রক্টোরিয়াল বডির মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৬টি অনুষদে প্রায় দেড় হাজার শিক্ষার্থী ভর্তি হন দক্ষিণবঙ্গের এই সর্বোচ্চ বিদ্যাপীঠে। নবীনবরণের প্রস্তুতিতে কিছু বিভাগ হলরুম খালি না পাওয়ায় আজই অনুষ্ঠান করতে পারেনি, তবে আগামী দিনগুলোতে তাদের আয়োজন চলবে।
কেন্দ্রীয়ভাবে নবীনবরণ না হলেও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নবীনদের ফুলেল শুভেচ্ছায় বরণ করেছেন।
প্রতিটি বিভাগই নিজস্ব পরিচিতি ও শিক্ষার ক্ষেত্রকে শিল্পের মাধ্যমে নবীনদের সামনে তুলে ধরেছে।
একে