আন্তর্জাতিক ডেস্ক:
নেপাল সরকার দেশটির কম পরিচিত হিমালয় অঞ্চলের ৯৭টি পর্বত দুই বছরের জন্য বিনামূল্যে আরোহনের ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্ত আগামী পর্যটন মৌসুম থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নেপালের পর্যটন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কার্নালি ও সুদুরপশ্চিম প্রদেশে অবস্থিত এই পর্বতগুলোর উচ্চতা ৫,৯৭০ থেকে ৭,১৩২ মিটার পর্যন্ত। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এতদিন এসব এলাকায় পর্যটন কার্যক্রম খুবই সীমিত ছিল।
পর্যটন বিভাগের মহাপরিচালক হিমাল গৌতম বলেন, “এই অঞ্চলগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্ত স্থানীয় পর্যটন বিকাশে ভূমিকা রাখবে এবং কর্মসংস্থান ও আয় বৃদ্ধির মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে।”
এভারেস্টের ওপর চাপ কমাতে নতুন পরিকল্পনা
বর্তমানে নেপালে পর্বতারোহণ থেকে যে আয় হয়, তার ৭৫ শতাংশের বেশি আসে এভারেস্ট থেকে। ২০২৪ সালে এই খাত থেকে আয় হয়েছে ৫.৯ মিলিয়ন ডলার। তবে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে চলতি বছরের সেপ্টেম্বর থেকে এভারেস্টে আরোহনের ফি বাড়িয়ে ১৫,০০০ ডলার নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, নেপালের সংসদে প্রস্তাবিত নতুন এক আইনে বলা হয়েছে, কেউ এভারেস্টে উঠতে চাইলে আগে কমপক্ষে ৭,০০০ মিটার উচ্চতার একটি নেপালি পর্বত আরোহন করতে হবে। ফলে কার্নালি ও সুদুরপশ্চিমের পর্বতগুলোকে আদর্শ "প্রশিক্ষণ ক্ষেত্র" হিসেবে দেখা হচ্ছে।
বড় চ্যালেঞ্জ: অবকাঠামো ও যোগাযোগ
যদিও এই উদ্যোগের মাধ্যমে অঞ্চল দু’টিতে পর্যটনের নতুন দুয়ার খুলবে বলে আশা করা হচ্ছে, তবুও বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে অবকাঠামো ও পরিবহন সুবিধার অভাব। গত দুই বছরে মাত্র ৬৮ জন অভিযাত্রী এসব ৯৭টি পর্বতে উঠেছেন, যেখানে ২০২৪ সালে শুধু এভারেস্টে চূড়ার উদ্দেশ্যে ৪২১টি অনুমতি দেওয়া হয়েছে।
সরকার ও স্থানীয় প্রশাসনের মধ্যে আলোচনা চলছে এই অঞ্চলগুলোর উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়ার বিষয়ে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে, নেপালের অনুন্নত পাহাড়ি অঞ্চলে টেকসই পর্যটন গড়ে তোলার পথ প্রশস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একে