আর কে আকাশ, পাবনা প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে পাবনা ঘোড়া স্ট্যান্ডে অবস্থিত বিএনপির আঞ্চলিক কার্যালয়ে কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগষ্ট) বাদ মাগরিব বিএনপি নেতা মতিউর রহমান হীরার সভাপতিত্বে দোয়া মাহফিলের পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রেহানুল ইসলাম বুলাল , জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু, আতাইকুলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক খবর বাংলার সম্পাদক আলহাজ ডা. আব্দুস সালাম, জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স, সহ সম্পাদক সাব্বির হোসেন তুহিন প্রমুখ।
এ সময় পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শেখ শাহিন, যুবদল নেতা কামাল বিশ্বাস, সদর উপজেলা মৎস্যজীবী দলের আহ্ধসঢ়;বায়ক আব্দুস সামাদ, বিএনপি নেতা ইলিয়াস আহমেদ ইলু, মো. মমতাজ, জাহাঙ্গির আলমসহ জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া
পরিচালনা করেন মাওলানা মো. জাহাঙ্গীর।
একে