তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোডে শিক্ষা ক্যাডার এবং এনটিআরসিএ-এর অধীনে সামাজিক বিজ্ঞান অনুষদে অন্তর্ভুক্তির জন্য মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। এসময় প্রায় দু'শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
রোববার ১৭ই আগষ্ট ১১টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। পরে মিছিল নিয়ে প্রদান ফটক গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় তারা।
মানববন্ধনে তারা দু’দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— লোক প্রশাসন বিভাগকে স্বতন্ত্র কোড প্রদান করে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর মাধ্যমে কলেজ পর্যায়ে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়ে লোক প্রশাসন বিভাগকে অন্তর্ভুক্ত এবং মাধ্যমিক পর্যায়ে সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্গত বিষয় হিসেবে অন্তর্ভুক্তিকরণ করা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, লোক প্রশাসন বিভাগ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সনামধন্য বিভাগ হলেও চাকরির বাজারে সবচেয়ে নিগৃহীত বিভাগ এটি। জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং প্রশাসন ক্যাডারে আমাদের বিভাগের শিক্ষার্থীদের প্রাধান্য তো দেয়া-ই হয়না এমনকি শিক্ষা ক্যাডারে আবেদন করারও কোনো সুযোগ দেওয়া হয়না। আমরা কী যোগ্য নই? কেনো আপনারা আমাদেরকে আমাদের যোগ্যতার পরিচয় দেওয়ার সুযোগ দিচ্ছেন না?
তারা আরও বলেন, অন্যান্য বিভিন্ন বিভাগে পড়ে তাদেরকে প্রশাসন ক্যাডার হওয়ার সুযোগ দিচ্ছেন অথচ আমাদেরকে শিক্ষা ক্যাডারে সুযোগ দিচ্ছেন না, এনটিআরসিএতে সুযোগ দিচ্ছেন না। এমন বৈষম্য কেনো করা হবে? যারা জীবনে প্রশাসন বিষয়ে পড়াশোনা করেনি তাদেরকে সিভিল সার্ভিসে নিয়োগ দিয়ে মাত্র ৬ মাসের ট্রেনিং দিয়ে ক্যাডার সার্ভিস প্রদান করার সুযোগ দিচ্ছেন অথচ আমরা ৬-৭ বছর ধরে যারা প্রশাসন বিষয়ে পড়াশোনা করলাম তাদেরকে সিভিল সার্ভিসে কোনো বাড়তি সুযোগ তো দিচ্ছেন ই না আবার বিভিন্ন জব গ্রাউন্ড কমিয়ে দিচ্ছেন। আপনারা যদি আমাদের পড়াশোনার যথাযথ মর্যাদা এবং যথেষ্ট চাকরির ফিল্ড না দিতে পারেন তাহলে এ বিভাগ রাখার দরকার নেই। এছাড়াও, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।
এমআই