বেরোবি প্রতিনিধি :
আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নীতিমালা যাচাই-বাছাই শেষ করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০০৯ সালের বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী বেরোবিতে ছাত্র সংসদের কোনো বিধান নেই। তাই দায়িত্ব গ্রহণের পর প্রশাসন বিষয়টি সিন্ডিকেট সভায় তোলে এবং দুটি পদক্ষেপ নেয়— ১. শিক্ষার্থীদের কাছ থেকে সংগৃহীত অর্থের জন্য আলাদা ব্যাংক হিসাব খোলা। ২. ছাত্র সংসদের জন্য পৃথক গঠনতন্ত্র প্রণয়নে কমিটি গঠন।
উক্ত কমিটি দেশের চারটি বিশ্ববিদ্যালয় (ঢাবি, রাবি, চবি ও জাবি) থেকে গঠনতন্ত্র সংগ্রহ করে খসড়া প্রণয়ন করে। এটি গত ১৪ মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) প্রেরণ করা হয়।
আরও জানা যায়, ইউজিসির গঠিত ৭ সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি বর্তমানে গঠনতন্ত্র যাচাই-বাছাই করছে। এখান থেকে শিক্ষা মন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে সরকারি গেজেট আকারে প্রকাশের পরই তফসিল ঘোষণা করা যাবে।
ইউজিসি জরুরি ভিত্তিতে ১০ কার্যদিবসের মধ্যে খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবেন বলে জানিয়েছে বলে নিশ্চিত করেন উপাচার্য।
শিক্ষার্থীদের উদ্দেশে বলেন উপদেষ্টা বলেন, “এই প্রক্রিয়াটি ধাপে ধাপে এগোচ্ছে। বিধি-বিধান ও গেজেট প্রকাশ একদিনে সম্ভব নয়। অনশন করে নিজের জীবন ঝুঁকির মধ্যে না ফেলে আমাদের ১০ কর্মদিবস সময় দিন। অভিভাবক হিসেবে অনুরোধ করছি, অনশন ভেঙে খাবার গ্রহণ করুন।”
একে