বাগেরহাট প্রতিনিধি: ‘সবুজে সাজাই বাংলাদেশ’ এ স্রোগানে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগষ্ট বুধবার বেলা ১১ টায় আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ বৃক্ষ রোপন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ।
চ্যানেল আই’র প্রকৃতি ও জীবন ক্লাব, বাংলালিংক-এর আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, বাংলালিংকের শরণখোলা এরিয়া কর্মকর্তা মো. আবিদ রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল করিম, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এইচ এম মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক গনেশ পাল, সাবেক সভাপতি মশিউর রহমান মাসুম, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ অফিস প্রধান নজরুল ইসলাম শরীফ, সিনিয়র সাংবাদিক শামীম আহসান মল্লিক, সাংবাদিক শাহজাহান আলী খান, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম.পলাশ শরীফ, প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি, সাংবাদিক মেহেদী হাসান নিয়াজ সহ বিশিষ্ট জনেরা।
এ সময় আম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ শতাধিক শিক্ষার্থীদের মাঝে একটি করে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এমআই