নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশের জব-টেক ও এইচআর-টেক স্টার্টআপ ‘সম্ভব’ জায়গা করে নিয়েছে মর্যাদাপূর্ণ “ফোর্বস এশিয়া ১০০ টু ওয়াচ ২০২৫” তালিকায়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উদ্ভাবনী স্টার্টআপগুলোর সাফল্য ও প্রভাবকে তুলে ধরতে প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের এই প্রতিষ্ঠানটির অন্তর্ভুক্তি দেশীয় স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য এক বড় অর্জন।
২০২২ সালের মে মাসে রিফাদ হোসেন, নাকিব মুহাম্মদ ফাইয়াজ এবং হাসিবুর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ‘সম্ভব’। প্রতিষ্ঠানটি বিশেষ করে দেশের ব্লু-কলার ও সিলভার-কলার কর্মীদের জন্য চাকরির সুযোগ সহজ করছে। প্ল্যাটফর্মের মাধ্যমে চাকরিপ্রার্থীরা তৈরি করতে পারে ডিজিটাল প্রফেশনাল প্রোফাইল, সরাসরি চাকরিতে আবেদন করতে পারে, অনলাইন প্রশিক্ষণ (academy.shomvob.com) নিয়ে দক্ষতা বাড়াতে পারে এবং নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত হতে পারে। ফলে চাকরির বাজারে প্রচলিত অদক্ষতা ও প্রতিবন্ধকতা দূর হচ্ছে।
‘সম্ভব’ সামাজিক প্রভাব সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটির কার্যক্রম জাতিসংঘের এসডিজি লক্ষ্য ১: দারিদ্র্য বিমোচন এবং লক্ষ্য ৮: শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাস্তবায়নে অবদান রাখছে। বিশেষ করে নিম্ন আয়ের নারী জনগোষ্ঠীর কর্মসংস্থানে দীর্ঘদিন ধরে কাজ করছে তারা। গেটস ফাউন্ডেশন, ইউনিসেফ, সুইসকন্ট্যাক্ট ও রুটস অফ ইমপ্যাক্টসহ আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বে কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে ‘সম্ভব’।
প্রতিষ্ঠার বছরেই ‘সম্ভব’ সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান কোকুন ক্যাপিটাল থেকে প্রিসিড বিনিয়োগ লাভ করে।
২০২৫ সালের ফোর্বস এশিয়া “১০০ টু ওয়াচ” তালিকায় ১৬টি দেশের কনজিউমার টেকনোলজি, ফিনটেক, হেলথকেয়ার, এনার্জি ও এগ্রিকালচার খাতের স্টার্টআপ অন্তর্ভুক্ত হয়েছে, যারা ভবিষ্যতে এ অঞ্চলের ব্যবসা ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
একে