জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার অন্যতম আসামি রিপন চন্দ্র রায়কে(২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিপন চন্দ্র রায় রুহিয়া থানাধীন আসাননগর গ্রামের বাসিন্দা খীর মহন রায় এর ছেলে।
থানা সূত্রে জানা যায়, রিপন চন্দ্র রায়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৪)(খ) ধারা এবং দণ্ডবিধির ৩২৩, ৪৪৮ ও ৫০৬ ধারায় একটি মামলা (নং ০৬/৬৪, তারিখ: ২৫/০৮/২০২৫) রুহিয়া থানায় দায়ের করা হয়। ঘটনার পর থেকে রিপন চন্দ্র রায় পলাতক ছিলেন। তবে রুহিয়া থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে এবং অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের পর রিপন চন্দ্র রায়কে পুলিশ এসকর্ট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, “নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
এমআই