নিজস্ব প্রতিবেদক:
আগামী ছয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মেডিয়েশন এবং এডিআর বিষয়ে কর্মশালা।
সুপ্রিম কোর্ট মেডিয়েশন সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সম্মানিত বিচারপতি আহমেদ সোহেল।
কর্মশলায় বক্তব্য রাখবেন সিনিয়র আইনজীবী ও বিমস এর চেয়ারম্যান এস এন গোস্বামী, সার্ক মেডিয়েটর ফোরামের চেয়ারম্যান ড. জর্জ ইয়াশু বেদা ভিক্টর, আফ্রিকা এশিয়া মেডিয়েশন এসোসিয়েশন এর চেয়ারম্যান মেডেলিন কেমেই।
এতে বিশেষ অতিথি থাকছেন সাতক্ষীরার জেলা জজ শরিফ মোহাম্মদ সানাউল হক, নেপাল সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শশী অধিকারী এবং রাজনৈতিক বিশ্লেষক শম্পা বসুও।
এমআই