তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৫-২৬ অর্থবছরের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে লোক প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সিফাত সুলতানা তিথী মনোনীত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) সংগঠনটির উপদেষ্টা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সেলিম রেজা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং সাবেক সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইসতিয়াক আহম্মেদ শুভ, রায়হান বিশ্বাস, শামীম রেজা, নূপুর, শরিফ ও এস এম শিহাব উদ্দিন। যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন রানা, মুতাসিম বিল্লাহ, আলমগীর হোসেন, নাহিদ রানা, সাদিয়া ইসলাম জেসমিন, আশিকুর রহমান ও তুহিন হোসাইন। সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমীন হোসেন, আমিনুল ইসলাম মিলন, তৈয়বা ইসলাম অবনী ও আইয়ুব ইসলাম। দপ্তর সম্পাদক মুন্না মিয়া ও উপ-দপ্তর সম্পাদক তুষার ইমরান, অর্থ সম্পাদক মিজানুর রহমান ও সহ-অর্থ সম্পাদক রায়হান আলী খান। প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক নূহ আলম, ক্রীড়া সম্পাদক কাওছার আলম ও সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাকিব।
আইন বিষয়ক সম্পাদক সুমাইয়া দিনা, সহ-আইন বিষয়ক সম্পাদক আতিক আমান রোজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইমরান হাসান, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনা রহমান সূচনা, ধর্ম বিষয়ক সম্পাদক আহমাদুল্লাহ, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আইনুল, ছাত্রী বিষয়ক সম্পাদক নুসরাত রিয়া ও সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক জেরিন আক্তার মিম।
একে