স্পোর্টস ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ২৭৭ রানের টার্গেট অতিক্রম করতে গিয়ে তাড়াতাড়িই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশ জয় পায় ১৫৫ রানে।
হারারের এ ম্যাচে টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।
ব্যাট হাতে টাইগারদের শুরুটা ভালো না হলেও লিটন দাসের সেঞ্চুরি (১০২) ও আফিফ হোসেনের ৩৫ বলে ৪৫ রানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৭৬ রানে।
ফলে ২৭৭ রানের জয়ের লক্ষ তাড়া করতে গিয়ে ১২১ রানেই গুঁটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। খেলে ২৮.৫ ওভার। ফলে প্রথম ম্যাচে জয় নিয়ে ৩ ম্যাচ সিরিজে এগিয়ে থাকল বাংলাদেশ।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন রেগিস চাকাবা। এছাড়া সর্বোচ্চ রান ছিল ব্রেন্ডন টেইলর (২৪) ও ডিয়ন মায়ের্সের (১৮)।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম নিয়েছেন একটি করে উইকেট।
সময় জার্নাল/এসএ