মো. মাহিদুজ্জামান সিয়াম, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম এবং রেজিস্ট্রার মো. ওহিদ্জ্জুামান।
অনুষ্ঠানের শুরুতে বিভাগের শিক্ষার্থীদের তৈরি ৯টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করা হয়। এর মধ্যে ছিল মশা নিধন যন্ত্র, সান ট্র্যাকিং সোলার হোম অটোমেশন, স্মার্ট সিকিউরিটি সিস্টেম, মাইক্রোকন্ট্রোলার-নির্ভর ডিভাইস ও টাচলেস ওয়াটার ট্যাপ। সেরা প্রজেক্টের দলকে পুরস্কার প্রদান করেন উপাচার্য।
পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বক্তারা বলেন, প্রকৌশল খাতের বিভিন্ন ক্ষেত্রে দক্ষ তড়িৎ প্রকৌশলীর গুরুত্ব দিন দিন বাড়ছে। বিদ্যুৎ, গ্যাস, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, টেলিযোগাযোগ থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রেও তাদের অবদান অপরিসীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের প্রধান ছামছি আরা। দিনব্যাপী এ আয়োজনে শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এমআই