সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় হাজারো দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
ফরিদপুরের ভাঙ্গায় হাজারো দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:

 আবহমান গ্রামবাংলার ঐতিহ্য আর উৎসবের আমেজকে ফিরিয়ে আনতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ঝালডাঙ্গা বিলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা। 

সোমবার বিকেলে এই বিশাল বাইচ দেখতে নারী-পুরুষ নির্বিশেষে হাজারো মানুষের ঢল নামে। বাইচের সময় বিলের দুই পাড় এবং আশেপাশের রেললাইনও ছিল দর্শকে পরিপূর্ণ।

এই ঐতিহ্যবাহী আয়োজনটি পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট সমাজসেবক ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগ। বাইচে দূর-দূরান্ত থেকে দশ থেকে বারোটি বাছাড়ী নৌকা অংশ নেয়, যা দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করে।

হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার প্রচেষ্টা :
নৌকা বাইচ শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে আকর্ষণীয় সব পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে ছিল রেফ্রিজারেটর এবং এলইডি টেলিভিশন। শুধু তাই নয়, অংশগ্রহণকারী প্রতিটি দলকেই বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, "নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বিনোদনের একটি অন্যতম মাধ্যম। সবার সহযোগিতায় এই ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমরা এই আয়োজন করেছি। এই ধরনের সাংস্কৃতিক আয়োজন আমাদের গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।" তিনি আরও বলেন, "সংস্কৃতি মানুষের মধ্যে সৌহার্দ্যের মেলবন্ধন তৈরি করে। তাই আগামীতেও সুষ্ঠু সাংস্কৃতিক ধারা অব্যাহত রাখতে আমাদের প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকবে।"

উৎসব ও নিরাপত্তা ব্যবস্থা :
নৌকা বাইচ দেখতে আসা বিনোদনপ্রেমী দর্শকরা ছোট-বড় বিভিন্ন নৌকা নিয়ে বিলের মাঝে ভিড় জমিয়েছিল। বাইচ উপলক্ষে বিলের দুই পাড়ে এবং রেললাইনের ধারে বসেছিল বিশাল মেলা, যেখানে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে বসেছিল বিক্রেতারা।

নৌকা বাইচ নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন ছিল যথেষ্ট তৎপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করেন। তাদের কঠোর নিরাপত্তার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং দর্শকরা নিরাপদে এই আয়োজন উপভোগ করতে পেরেছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল