নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার আয়োজনে রাজশাহী কলেজ নারী শিক্ষার্থীদের জন্য ২ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার(২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে রাজশাহী কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলবে আগামীকাল (৩ সেপ্টেম্বর) পর্যন্ত।
রাজশাহী কলেজের নারী শিক্ষার্থীদের জন্য আয়োজিত উক্ত মেডিকেল ক্যাম্পেইনে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা দন্ত্য, চর্ম,গাইনী ও যৌন সহ বিভিন্ন সমস্যার চিকিৎসা প্রদান করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে।এছাড়াও ঔষধ কর্ণার থেকে তারা চিকিৎসা গ্রহণকারী শিক্ষার্থীদের বিনামূল্যে ওষুধ প্রদান করছে।
এ ব্যাপারে রাজশাহী কলেজ শাখা ইসলামি ছাত্রী সংস্থার সভানেত্রী মোসাঃ জোবায়দা জারা জানান,
আমরা বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থা রাজশাহী কলেজ শাখা রাজশাহী কলেজে পড়ুয়া নারী শিক্ষার্থীদের জন্য এই ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করেছি। এই ক্যাম্পেইন থেকে কলেজের বোনরা তাদের সমস্যার অনেক সমাধান পাবেন।বিনামূল্যে হওয়ায় এটি সকলেই উন্মুক্তভাবে গ্রহণ করতে পারছে।আমরা ভবিষ্যতেও আরও কার্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ।
ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ও দন্ত্য চিকিৎসক ডা. সিরাজা মুনিরা জানান,বাংলাদেশ ইসলামি ছাত্রী সংস্থা থেকে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রাজশাহী কলেজের নারী শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছি।এখানে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে আগামী ৭ দিন ব্যাপী ডিসকাউন্টে মেডিকেল সেবা দেওয়া হবে।
চিকিৎসা গ্রহণকারী শিক্ষার্থীরা জানান,এটি আমাদের জন্য অনেক উপকারী একটি আয়োজন। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছি,নারী ডাক্তারদের মনের কথা খুলে বলতে পারছি।এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। আমরা চাইব এরকম আরো অনেক সেবা আমরা পাব।
এমআই