বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং সারাদেশে শিবির কর্মীদের দ্বারা নারী শিক্ষার্থীদের ওপর অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীরা শিবিরবিরোধী নানা স্লোগান দেন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
ডিআইইউ শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, “শিবির অর্থাৎ সাবেক ছাত্রলীগের অনলাইন সন্ত্রাসীরা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে ধমিয়ে দেওয়ার জন্য সাইবার বুলিংয়ের মাধ্যমে হেনস্থা করছে। তারা গণধর্ষণের হুমকি দিয়ে প্রমাণ করেছে— নাম পরিবর্তন করলেও চরিত্র পরিবর্তন করতে পারেনি। ৭১-এর আলবদর, হাসিনার ছাত্রলীগ এবং বর্তমানের আলবটর একই।”
তিনি আরও বলেন, “যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে না এবং নারীর সম্মান করে না, তাদের রাজনীতি করার অধিকার নেই। যারা আমার বোনদের প্রতিবাদী কণ্ঠকে ধমিয়ে দিতে চায়, এ দেশের জনগণ তাদের ব্যালটের মাধ্যমে ধমিয়ে দেবে।”
ছাত্রদল নেতারা কর্মসূচি থেকে শিক্ষাঙ্গনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও শিবিরের অনলাইন ও অফলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এমআই