বুধবার, সেপ্টেম্বর ৩, ২০২৫
নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (ডাকসু) পদপ্রার্থী বি এম ফাহমিদা আলমকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী হুসেনকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুত তদন্ত শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তদন্তের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের কোনো অশোভন আচরণ সহ্য করবে না বলে জানিয়েছেন। শিক্ষার্থীসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকার।
বহিষ্কৃত শিক্ষার্থী ছাড়াও ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানা গেছে। এই ঘটনার মাধ্যমে একবারে সামনে এসেছে শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজনীয়তা, বিশেষ করে ছাত্র রাজনীতির প্রেক্ষাপটে।
এমআই