জ্যেষ্ঠ প্রতিবেদক:
টেলিগ্রামে প্রতারণা করে শত শত যুবকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি, ঠাকুরগাঁওয়ের সীমান্তঘেঁষা গ্রাম ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, চক্রের মূলহোতা আকাশ (২২) ও রাশাদ (২৮) এবং তাদের সহযোগী আসাদ (৩০)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।
তিনি বলেন, এ চক্রের সঙ্গে দেশি-বিদেশি আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সিআইডি। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোন এবং ছদ্মনামে ব্যবহৃত বিভিন্ন সিমকার্ড জব্দ করা হয়েছে।
জানা গেছে, ঠাকুরগাঁও থেকে একটি চক্র দীর্ঘদিন সহজ সরল লোকজনকে টেলিগ্রামে প্রতারণা করে আসছিল। ভুক্তভোগীদের ঢাকায় বা গ্রামে খণ্ডকালীন চাকরির প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নিত। যাকে তারা জামানত বলে প্রচার করত। এভাবে চক্রটি শত শত যুবকের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
সিআইডি বলছে, তারা খণ্ডকালীন চাকরি ও বিনিয়োগের লোভ দেখাত। লোকজন সেই লোভে পড়ে তাদের টাকা পয়সা দিত। এভাবে তারা সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। চক্রটি টেলিগ্রাম অ্যাপে কয়েক লাখ টাকা বিনিয়োগ করলে অল্প সময়ে কয়েকগুণ মুনাফা দেওয়ার প্রলোভন দিতো তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এমআই