মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোর পুকুরের পানিতে চুবিয়ে মুরছালিন (১১) নামের এক শিশুকে হত্যা করেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বেলা পৌনে একটার দিকে সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সর্দার পাড়া গ্রামে এঘটনা ঘটে।
এঘটনায় পুলিশ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর মোঃ মাহফুজুর রহমান শাওন(১৬) ও তার মা নাজমা আক্তারকে থানায় নিয়ে এসছে।
নিহত শিশু মুরছালিন (১১) সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সর্দার পাড়া গ্রামের মোঃ রাজু আহমেদ এর ছেলে।
বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর মোঃ মাহফুজুর রহমান শাওন(১৬) একই গ্রামের মোঃ আবু সাইদ এর ছেলে। পুলিশ জানায়, সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কাসেমপুর সর্দার পাড়া গ্রামের নজরুল ইসলাম বাবুর বাড়ির পাশে জনৈক আব্দুল মাজেদের পুকুরে দুপুর সাড়ে ১২টার দিকে বুদ্ধিপ্রতিবন্ধী মোঃ মাহফুজুর রহমান শাওন ও শিশু মুরছালিন একটি কলা গাছের ভেলায় একসাথে গোসল করছিল। এসময় ভিকটিম মুরছাসিন চলে যেতে চাইলে শাওন তাকে আরো সময় থাকতে বলে। একপর্যায়ে বেলা পৌনে একটার দিকে খেলার ছলে শাওন শিশু মুরছালিনকে পানিতে চেপে ধরলে মুরছালিন মারা যায়।
বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর শাওন ও তার মা নাজমা আক্তারকে বেঁধে আটক রাখে। খথবর পেয়ে সদর থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ নিহত শিশুর মরদেহ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে পানিতে চুবিয়ে শিশু মুরছালিনকে হত্যা করা হয়েছে। বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর মাহফুজুর রহমান শাওন ও তার মা নাজমা আক্তারকে থানায় নিয়ে আসা হয়েছে। এব্যাপারে সুরতহালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
এমআই