নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে কয়েক দিন ধরে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে গরমের তীব্রতা বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও রাস্তায় কাজ করা শ্রমজীবীরা।
তবে এই গরমের মধ্যে স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, আজ সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অন্যদিকে দেশের বাকি বিভাগগুলোতে তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
এছাড়া আজ রাতের তাপমাত্রা এবং আগামী দুই দিনের আবহাওয়ার পরিস্থিতিও খুব একটা পরিবর্তিত হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর বলছে, আগামী ১০ সেপ্টেম্বর (বুধবার) সন্ধ্যা পর্যন্ত সারাদেশে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। তবে তার পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে।
গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সবচেয়ে কম তাপমাত্রা ছিল বান্দরবানে— ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা নগরবাসীর জন্য বেশ অস্বস্তিকর ছিল।
তাপমাত্রার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এই অবস্থায় দেশের সব বিভাগে আগামী কয়েক দিন অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
এমআই