বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ:
সম্মান ২য় বর্ষের ফরম পূরণ এবং সেশন চার্জ কমানোর দাবি জানিয়ে রাজশাহী কলেজ অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে কলেজটির সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১ টার সময় রাজশাহী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে কলেজের বিভিন্ন বিভাগের ২য় বর্ষে পড়ুয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে ৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেয়া হয়।
শিক্ষার্থীদের দাবি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি এবং সেশন চার্জ এর কারণে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেম তারা।বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পক্ষে এত বেশি টাকা জমা দিয়ে পরীক্ষায় অংশ নিয়ে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।তাই তারা এই সমস্যা সমাধানের জন্য অধ্যক্ষ বরাবর কতিপয় যৌক্তিক দাবি সংবলিত একটি স্মারকলিপি পেচশ করেছে।
স্মারকলিপিতে উল্লেখিত ৩ দফা দাবির মধ্যে রয়েছে- ১.ফরম ফিলআপ চার্জ যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা হোক।২.সেশন চার্জ কমিয়ে শিক্ষার্থীবান্ধব হার নির্ধারণ করা হোক।৩.প্রয়োজনে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হোক।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুমন বলেন, আমাদের অনার্স ২য় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ডেট দিয়েছে। যে পরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে সেটি আমাদের জন্য অনেক বেশি হয়ে যাচ্ছে।তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা মিলে আমাদের অধ্যক্ষ স্যারের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি।তিনি জানিয়েছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব স্যারদের সাথে কথা বলে আমাদের অবগত করবেন। আমরা জানিয়েছি যে এ বিষয়ে অবশ্যই দ্রুত সিদ্ধান্ত নিবেন এবং যদি না কার্যকর না হয় তাহলে আমরা সবাই মিলে একটা অবস্থান কর্মসূচি তে যাব এবং এর সমাধান চাইব।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী বলেন, ফরম ফি এবং সেশন চার্জ মূলত সম্পূর্ণভাবেই জাতীয় বিশ্ববিদ্যালয় কার্যালয় থেকে গৃহীত। আমাদের কলেজ কর্তৃপক্ষের আওতাভূক্ত সিদ্ধান্ত নয়। তাই শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা যত দ্রুত সম্ভব সেখানে যোগাযোগ করব এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে শিক্ষার্থীদের অবগত করব।
এমআই