বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
সময় জার্নাল ডেস্ক:
উন্মোচিত হয়েছে অ্যাপলের আইফোন ১৭ সিরিজ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কুপারটিনোতে অ্যাপলের সদর দপ্তরে 'অ ড্রপিং' নামের এক জমকালো ইভেন্টে এ ঘোষণা দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
আইফোন ১৭ সিরিজে মোট চারটি মডেল বাজারে এনেছে অ্যাপল। মডেলগুলো হলো- আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং আইফোন এয়ার। সবচেয়ে বেশি নজর কেড়েছে আইফোন এয়ার। এটি আগের মডেলগুলোর তুলনায় সবচেয়ে স্লিম বা পাতলা।
আইফোন ১৭ এয়ারের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার আবিদুর চৌধুরী। তিনি নতুন এই মডেলকে 'ভবিষ্যতের একটি টুকরো' হিসেবে উল্লেখ করেছেন।
কে এই আবিদুর চৌধুরী?
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আবিদুর চৌধুরী বাংলাদেশি বংশোদ্ভুত। তার জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে বসবাস করছেন এবং অ্যাপলে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছেন।
আবিদুর চৌধুরী নিজেকে এমন একজন মানুষ হিসেবে বর্ণনা করেন, যিনি সমস্যা সমাধান করতে এবং নতুন নতুন জিনিস শিখতে পছন্দ করেন। তিনি এমন পণ্য তৈরি করতে চান যেগুলো ছাড়া মানুষ চলতে পারে না।
আবিদুর চৌধুরী লন্ডনের লাফবোরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন। ছাত্রজীবনে বহু সম্মানজনক পুরস্কার পেয়েছেন তিনি।
আবিদুর চৌধুরী ক্যামব্রিজ কনসালট্যান্টস ও কারভেন্টার মতো প্রতিষ্ঠানে ইন্টার্ন করেছেন এবং লন্ডনে লেয়ার ডিজাইন প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করেছেন।
২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত আবিদুর চৌধুরী ডিজাইন নামে নিজের একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। সেইসঙ্গে এই সময়ে তিনি বহু সংস্থা ও উদ্যোক্তা প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেন।
২০১৯ সালে ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে আবিদুর চৌধুরী অ্যাপলে যোগ দেন। গত ৬ বছর ধরে প্রতিষ্ঠানটিতে তিনি কর্মরত।