সময় জার্নাল প্রতিবেদক:
ডা. ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরে অর্জন, সাফল্য-ব্যর্থতা, নির্বাচন, পিআর পদ্ধতিতে বিএনপির সুবিধা, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচন ও দেশের ব্যাংকিং খাত, অর্থনীতির বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন ভূ-রাজনৈতিক অর্থনীতিবিদ ও এনবিইআরের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
আজকে দ্বিতীয় পর্বে তুলে ধরা হলো পিআর পদ্ধতিতে ভোটে বিএনপির কেমন হবে সে বিষয়ে অধ্যাপক পারভেজের মতামত।
পিআর পদ্ধতি নির্বাচন হলে বিএনপির জন্য ভাল হবে বলে মনে করেন অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ।
এ বিষয়ে তিনি বলেন, প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভোটিংয়ে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না। কারণ যিনি দ্বিতীয় হবে বাংলাদেশে তার টোটাল ভোট কত সবাই জানে। এখন বিএনপি যেটা চাচ্ছে যে উইনারস উইন অল, তার মানে কোন একটা সেন্টারে বিএনপি মারামারি করে ৫ ভোটে জিতে গেল। বিএনপি যদি এভাবে পাঁচ-দশ বা পাঁচ হাজার ভোটে জিতে ৩০০ টি আসন পায়, তারা আবার আওয়ামী লীগের মতন রূপ ধারণ করবে। তার মানে ওই কনস্টিটিউন্সিতে বিএনপি পেলো ৫২%. আর ৪৮% এর কোন রিপ্রেজেন্টেটিব থাকল না।
অধ্যাপক পারভেজ বলেন, সুতারং পিআর পদ্ধতি বিএনপির জন্যও ভাল হবে। কারণ পিআর পদ্ধতিতে বিএনপিকে অতিক্রম করতে পারবে না কেউ।
এমআই
এমআই