নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি:
রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে কলেজের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করেছে ব্যবস্থাপনা বিভাগ।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুঃ যহুর আলী, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন। এছাড়াও রাজশাহী কলেজ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কলেজ অধ্যক্ষ বিজয়ী ও রানার্স আপ দলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দুই দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। বক্তব্যে কলেজ অধ্যক্ষ বলেন,দুই মাসের এই আয়োজনের একটি সুন্দর সমাপ্তি হলো। খেলার প্রথম পর্ব শুরু হলে বৃষ্টির জন্য আমাদের খেলা স্থগিত রাখতে হয়েছিল, তবে আজ আমরা টুর্নামেন্ট শেষ করতে পেরেছি। খেলায় জয়-পরাজয় থাকবেই, তবে সেটি মেনে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে।ভবিষ্যতেও তোমরা মাঠে এরকম খেলোয়াড়সুলভ আচরণ করবে এটাই প্রত্যাশা রাখি।
এসময় চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মো: শিশির বিজয়ের অনুভূতি ব্যক্ত করে বলেন,"আমাদের সাপোর্টার যারা ছিল, তাদের দোয়া, ভালবাসা ও অনুপ্রেরণায় আমরা জিতেছি। আমার সাথে যারা খেলেছে, প্রত্যেক প্লেয়ার খুব সুন্দর করে এডজাস্ট করেছে একে অপরের সাথে, আর এই টিম বন্ডিং ই আমাদের জিতিয়েছে, আলহামদুলিল্লাহ।
ফাইনাল ম্যাচের শুরুতে মুখোমুখি লড়াইয়ে নামে ফাইনালিস্ট দুই দল ব্যবস্থাপনা ও ফিন্যান্স বিভাগ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের উত্তেজনা সৃষ্টি করে দুই দলের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ের মধ্যেই ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ একাদশ কে ২-১ গোলে পরাজিত করে এবছর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব ছিনিয়ে নিয়েছে ব্যবস্থাপনা বিভাগ।
খেলা শেষে আনন্দ র্যালি উদযাপনের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফাইনালিস্ট দুই দল অর্থাৎ চ্যাম্পিয়ন দল(ব্যবস্থাপনা) ও রানার্স আপ দল(ফিন্যান্স ও ব্যাংকিং)এর খেলোয়াড় দের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এছাড়াও প্রত্যেক খেলোয়াড়ের গলায় মেডেল পরিয়ে দেয়া হয়।
একে