দুলাল বিশ্বাস (গোপালগঞ্জ প্রতিনিধি), নোমান ইমতিয়াজ (রাবি প্রতিনিধি):
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবনিযুক্ত রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম টিপু।
সোমবার (১৯ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয় রাবি ভিসি।
এসময় বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়াসহ বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির কো-কনভেনার সৈয়দ মুহাম্মদ আলী রেজা, রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান, সদস্য উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির অধ্যাপক ড. শাহরিয়ার জামান, মার্কেটিং বিভাগের ড. ওমর ফারুক সরকার, গণিত বিভাগের ড. আসাবুল হক, শরীর চর্চা বিভাগের সহকারী পরিচালক কামরুজ্জামান চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের দায়িত্বে আসার পর আমাকে রুটিন উপাচার্যের দায়িত্ব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের কাজ শুরু করতে চাই। তারই ধারাবাহিকতায় শ্রদ্ধা নিবেদন করেছি, পুষ্পস্তবক অর্পণ করেছি।
তিনি আরো বলেন, এখানে আসলেই স্পষ্ট হয়ে উঠে একজন মানুষ কিভাবে সব বাধা অতিক্রম করে জাতির স্বাধীনতা অর্জনে দিকনির্দেশক হতে পারেন। জাতির পিতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনায় সব বাধা অতিক্রম করতে সাহস যোগাবে বলে বিশ্বাস করি।
সময় জার্নাল/এমআই