শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

রামগঞ্জ উপজেলা কাউন্সিল কাল: সভাপতি প্রার্থী মজুর বিরুদ্ধে ‘অওয়ামী ঘেঁষার’ অভিযোগ

শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫
রামগঞ্জ উপজেলা কাউন্সিল কাল: সভাপতি প্রার্থী মজুর বিরুদ্ধে ‘অওয়ামী ঘেঁষার’ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল নির্বাচন আগামীকাল শনিবার। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই তিনটি পদে কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচন করা হবে। 

উপজেলায় সভাপতি পদে উপজেলা বিএনপির আহবায়ক মোজাম্মেল হক মজু (ছাতা) ও সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাহাবুদ্দিন তুর্কি (চেয়ার) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মনোয়ার হোসেন জিএস(মোরগ), সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম ভিপি (দেওয়াল ঘড়ি)। 

ভোটের আগের দিন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রভাশালী নেতাদের সঙ্গে সভাপতি প্রার্থী মোজাম্মেল হক মজুর ছবি ভাইরাল হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিগতদিনে তিনি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেছেন। বিএনপির অসংখ্য নেতাকর্মী মাঠে আন্দোলন সংগ্রাম করলেও পদে থেকেও মজু ছিলেন নিষ্ক্রীয়। 

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী উপজেলা থেকে সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ২জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন এবং পৌরসভা থেকে সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রার্থী। সামাজিক মাধ্যমে সয়লাব হওয়া ছবিতে লক্ষ্মীপুরের আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ার খান, কিশোরগঞ্জের সাবেক এমপি আফজাল হোসেনসহ আওয়ামী লীগের প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে দহরম-মহরম দেখা গেছে। 

জানা যায়, ২০০৮ সালে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার এক এমপি নাজিম উদ্দিনকে আহ্বায়ক থেকে বাদ দিয়ে কৌশলে ও টাকার জোরে রামগঞ্জ উপজেলা বিএনপির অহ্বায়ক হন মোজাম্মেল হক মজু। তিনি গত ১৭ বছর আওয়ামী লীগের এমপি আফজালের সহযোগী ছিলেন। কামিয়েছেন কোটি কোটি টাকা। 

আওয়ামী লীগের শাসন আমলে রাজধানীর বিভিন্ন মার্কেটে নিজের, আত্মীয়স্বজন ও পরিচিত জনের নামে দোকান নিয়েছেন অনেক। ঢাকার বিভিন্ন এলাকায় কিনেছেন একাধিক বিলাসবহুল ফ্ল্যাট। গড়ে তোলেছেন বিলাসবহুল বাণিজ্যিক ভবন। আওয়ামী লীগের আমলে গুলিস্তান এলাকায় দাপিয়ে বেড়ানো মোজাম্মেল হক মজু এখন বিএনপির বড় নেতা। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর ভাগিয়ে নিয়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য পদ।

রাজধানীর এনেস্কো টাওয়ারে মোজাম্মেল হক মজুর বয়েছে একাধিক পরিচালক শেয়ার। এনেস্কো টাওয়ারে রয়েছে তার নামে ও আত্মীয়স্বজনের নামে শতাধিক দোকান। বঙ্গবাজার কমপ্লেক্স, সিটি, নগর ও জাকের সুপার মার্কেটে অসংখ্য দোকান রয়েছে তার। ঢাকা ট্রেড সেন্টারে একাধিক দোকান। ঢাকার সেগুনবাগিচায়, ওয়ারি ও রামপুরায় ফ্ল্যাট রয়েছে। সাইনবোর্ড এলাকায় মার্কেট নির্মাণ কাজ চলমান। বিশ্বরোড এলাকায় ভবন রয়েছে। বিভিন্ন ব্যাংকে বিভিন্ন নামে একাউন্ট রয়েছে। তার সম্পদের হিসাবে তার নিজ নামে, আত্মীয়স্বজনের ও পরিচিত জনের নামে যে সম্পদ রয়েছে তার মূল্য ৫শ’ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে একটি সূত্র। 

সূত্রটি আরো জানায়, তার নিজের নামের বাইরে আত্মীয়স্বজনের ও পরিচিত যাদের নামেই সম্পদ করেছেন তার সবকিছুর নিয়ন্ত্রণ রয়েছে তার হাতেই।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজুর কর্মকাণ্ড নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। ২০২৩ সালের ২৮ অক্টোবর সরকার ও নির্বাচনবিরোধী একদফা দাবি আদায়ের জন্য আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। নেতাকর্মীরা জীবন বাজি রেখে, পুলিশি গ্রেফতার, হামলা, মামলা উপেক্ষা করে আন্দোলন কর্মসূচিতে যোগ দিলেও মজুকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কোনো আন্দোলন-সংগ্রামে একবারের জন্যও দেখা যায়নি। 

উপজেলা যুবদল নেতা ফারুখ হোসেন ও ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক সাব্বির হোসেন জানান, উপজেলা বিএনপিতে পদ পাওয়ার পর থেকে মোজাম্মেল হক মজুকে এ পর্যন্ত একটি কর্মসূচিতেও দেখা যায়নি। এজন্য ভবিষ্যতে তার কাছে থেকে দূরে থাকতে হবে। 

উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু বলেন, পুলিশি হয়রানি ও কৌশলগত কারণে আমি মাঠ পর্যায়ে উপজেলার কোনো আন্দোলন-সংগ্রামে উপস্থিত না হতে পারলেও ঢাকায় বসে টাকাপয়সা দিয়ে কিছু কর্মীদের মাধ্যমে রামগঞ্জে বিএনপি তৃণমূলের আন্দোলনে সংগ্রাম কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়া জেলে থাকা নেতাকর্মীদের মুক্তির ব্যাপারে সবসময় যোগাযোগ অব্যাহত রেখেছি।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল