বেরোবি প্রতিনিধি :
পাকস্থলীর ক্যান্সারে আক্রান্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী মেহেদীকে বাঁচাতে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক আঙ্গণ। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে আয়োজিত হয় একটি চ্যারিটি কনসার্ট।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন ব্যান্ড গ্রুপ ও শিক্ষার্থীরা গান, নাচসহ নানান পরিবেশনা উপস্থাপন করেন। সবার কণ্ঠেই ছিল মেহেদীর সুস্থতার প্রার্থনা ও চিকিৎসায় সহায়তার অনুরোধ।
মেহেদী বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় জন্ম নেওয়া মেহেদী ছোটবেলাতেই বাবাকে হারান। সংসারের অভাব-অনটনের মাঝেও একমাত্র ছেলেকে অনেক কষ্টে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়িয়েছেন তার মা।
শিক্ষাজীবন শেষে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজে নিউজরুম এডিটর হিসেবে যোগ দেন। সংসারের হাল ধরার সময়ই ধরা পড়ে পাকস্থলীতে ক্যান্সার। এই ব্যাধির চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে।
তাই মেহেদীর জীবন বাঁচাতে এগিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের সহপাঠী, ছোটভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীরা।
আয়োজকেরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীর মধ্যে একাত্মতা সৃষ্টি করা। তারা বলেন, “মেহেদী শুধু একজন শিক্ষার্থী নয়, আমাদের সবার আপনজন। তার চিকিৎসা ব্যয় মেটাতে যতটা সম্ভব সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা চাই, প্রত্যেকে এগিয়ে আসুক।”
একে