মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গে নিয়ে ছয় নারীসহ ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় ১৭ জুলাই শনিবার পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৭৫ জন।
করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের মৃত ইসমাইল হোসেন মোড়লের ছেলে মানউল্লাহ মোড়ল (১০৪), একই উপজেলার ইছানুর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আলহাজ্ব জমাদ আলী (৯০), সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকার জঙ্গলী সরকারের ছেলে দুলাল কুমার সরকার (৭০), সদর উপজেলার বৈকারী গ্রামের হিমচাঁদ মোল্যার ছেলে অজিয়ার মোল্যা (৭৮), তালা উপজেলার শিবপুর গ্রামের নাসিম উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৫৫), দেবহাটা উপজেলার পুর গ্রামের ওবাসতুল্লাহর ছেলে আরশাদ আলী (৭০), তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে ইনছার আলী (৭০)। এছাড়া করোনা অক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, রোববার ১৮জুলাই পর্যন্ত সাতক্ষীরায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ১৩ জন। জেলায় মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৭৮ জন। বর্তমানে জেলায় করোনা রোগী রয়েছে ১২৫৩ জন। এরমধ্যে হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ৩৬ জন। ভর্তি রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ২৬জন ও বেসরকারি হাসপাতালে ১০ জন রয়েছেন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন ১২১৭ জন।
উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯৩জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২২৬ জন এবং বেসরকারি হসপাতালে ভর্তি রয়েছে ৬৭ জন। সরকারি ও বেসরকারি মিলে জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ৩১৯ জন।
গত ২৪ ঘন্টায় জেলায় সুস্থ হয়েছেন ৬৪ জন। জেলায় ১৮জুলাই পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৮২ জন এবং উপসর্গে মারা গেছেন আরো ৪৭৫জন।
সময় জার্নাল/এমআই