আবুল খায়ের, ডিআইইউ প্রতিনিধি:
ফার্মাসিস্ট দিবস ২০২৫ উদযাপন, নবীনবরণ ও বিদায় সংবর্ধনার মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার (২৫শে সেপ্টেম্বর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র (ডিআইইউ) ফার্মা ক্লাব কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে 'ফার্মা ফেস্ট ২০২৫'।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে ফার্মা ক্লাব এই তথ্য নিশ্চিত করেন।বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান।
এই বহুমাত্রিক আয়োজনে ২৭তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় জানানো হবে এবং একই সাথে ৩৬তম, ৩৭তম ও ৩৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।
আয়োজকরা আশা করছেন, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মধ্যে পেশাগত প্রেরণা জাগানোর পাশাপাশি পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধি করবে।
ফার্মা ক্লাবের প্রচার সম্পাদক সাব্বির হোসেন জানান, "ফার্মা ফেস্ট ২০২৫ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি ফার্মেসি শিক্ষার্থীদের ঐক্য, পেশাগত দায়িত্ববোধ এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের প্রতিফলন। ফার্মাসিস্টদের ভূমিকা সমাজে আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।"
ফার্মা ক্লাবের উপদেষ্টা মন্ডলী ও ফার্মাসি বিভাগের অন্যান্য শিক্ষকদের সার্বিক সহযোগিতায় এবং বিভাগের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হবে বলে আশা করা হচ্ছে।
একে