বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারার ওপর আওয়ামী নেতাকর্মীদের হামলার চেষ্টা ও হেনস্তার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক এস এম সুইট, সাবেক সহ-সমন্বয়ক গোলাম রব্বানী ও ইয়াশিরুল কবির সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সঠিকাভাবে গণহত্যাকারীদের বিচার করতে না পারার ফলস্বরূপই জুলাইয়ের অগ্রপথিকদের উপর হামলা হচ্ছে। পতনের পর ফ্যাসিস্ট গোষ্ঠী তাদের অপরাদের কারণে একটা কমেন্ট করারও সাহস পেত না। সেই তারাই এখন জুলাই অংশীদারদের বিরুদ্ধে লিখতেছে, হুমকি দিচ্ছে। এই ব্যর্থতার দায়ভার একমাত্র ইন্টেরিম সরকারের। জুলাইয়ের পক্ষের লোকদের অযোগ্যতা অদক্ষতার কারণেই ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিচ্ছে।
সাবেক সমন্বয়ক এস এম সুইট বলেন, আমরা দেখেছি অভ্যুত্থানের পর থেকেই জুলাইয়ের পক্ষের অংশীজনদের বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ বিদেশে গিয়েছেন তাদেরকে কিছুই বলা হয়নি, কিন্তু জুলাইয়ে যাদের বলিষ্ঠ ভূমিকা ছিলো তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এগুলো পতিত স্বৈরাচারের স্টেকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা আশঙ্কা করছি সারা বাংলাদেশসহ বিদেশেও যেভাবে জুলাই পক্ষের শক্তিদের টার্গেট করা হচ্ছে ঠিক সেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়েও একই ধরনের ঘটনা ঘটতে পারে।
বিশ্ববিদ্যালয়ের এখনও গণহত্যার অংশীদারেরা বহাল তবিয়তে রয়েছে। তারা বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং জুলাই পক্ষের শক্তিগুলোকে টার্গেট করে তারা মিশনে নেমেছে। তিনি তার বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গণহত্যার অংশীদারদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে অপতৎপরতা বন্ধ না করলে আওয়ামী দোসরদের মাঠে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, সোমবার নিউইয়র্কে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও সমর্থকরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি নেতা আখতার হোসেন এবং তাসনিম জারার ওপর উদ্দেশ্য প্রণোদিত ভাবে হামলা চালায়।
এমআই