শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

শারদীয় দুর্গাপূজায় টানা নয় দিনের ছুটিতে বেরোবি

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৫, ২০২৫
শারদীয় দুর্গাপূজায় টানা নয় দিনের ছুটিতে বেরোবি

ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি : 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা নয় দিনের ছুটিতে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের প্রকাশিত বার্ষিক দিনপঞ্জিকা অনুযায়ী, এ বছর দুর্গাপূজা উপলক্ষে একাডেমিক ছুটি থাকছে আগামী ২৮ সেপ্টেম্বর (রবিবার) থেকে ২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত মোট পাঁচ দিন। আর অফিস ছুটি থাকবে ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত চার দিন।

তবে এর আগে ও পরে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যোগ হওয়ায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা টানা আট থেকে নয় দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটি শেষে আগামী ৫ অক্টোবর (রবিবার) থেকে যথারীতি ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল