মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে নিহত আবদুল মমিনের পরিবারকে নগদ দুই লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে চৌদ্দগ্রাম উপজেলা সমিতি রোম ইতালি।
এ উপলক্ষে মঙ্গলবার পৌর এলাকার সেনেরখিল গ্রামের দক্ষিণ পাড়ায় আবদুল মমিনের বাড়িতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে তাঁর পুত্র সাজ্জাদ হোসেনের নিকট টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম মডেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম শাহীন, সমাজ সেবক জহিরুল কাইয়ুম ভুঁইয়া কাজল, চৌদ্দগ্রাম বাজারের সিলভার ফুডের কর্ণধার কামাল উদ্দিন পাটোয়ারী, ব্যবসায়ী জোনায়েদ বিল্লাহ বুলবুল, চৌদ্দগ্রাম উপজেলা সমিতি রোম ইতালির উপদেষ্টা খোকন ভুঁইয়া, সহ-সাধারণ সম্পাদক আলা উদ্দিন সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন জনি ভুঁইয়া, মোশারফ উল্যাহ, তরুণ সমাজ সেবক নুরুল আমিন ভুট্টুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চলতি বছরের ১৬ মে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পৌর এলাকার সেনেরখিল গ্রামের দক্ষিণ পাড়ার আবদুল মমিন। এরপর চৌদ্দগ্রাম উপজেলা সমিতি রোম ইতালির সদস্যরা তাঁর পরিবারকে সহায়তার জন্য এগিয়ে আসে।
ইতোপূর্বে সংগঠনটি সমস্যাগ্রস্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুদান প্রদান করেছে। ভবিষ্যতেও অনুদান প্রদানের ধারা অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সভাপতি সুমন আহমেদ।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলা সমিতি রোম ইতালির সভাপতি সুমন আহমেদসহ সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিহত আবদুল মমিনের পরিবারের সদস্যরা।
সময় জার্নাল/এমআই