শেখ ফাহমিদা নাজনীন
............................................................
............................................................
আমাদের হৃদগাহে রক্তক্ষরণ হয়
আমাদের কলিজাটা বেদনার গান গায়
বারে বারে ফিরে আসে কুরবানী ঈদ।
পশুর রক্ত ভাসে আত্মার রঙে মিশে
দুচোখ মগ্ন থাকে আলসেমি নিদ।
আমরা বড্ড ভোগী, চীর কামনার রোগী
দেনা পাওনার আর মিলেনা হিসেব
বিত্তের বৈভবে, ভীষণ অসম্ভবে
কাঙ্খিত স্বপ্নেরা নিত্য গায়েব।
সুখের স্বপ্নহার ধারেনা ন্যায়ের ধার
আঁধারের সাথে চলে অন্ধ আপোষ,
কাবার পথের দিকে অভ্যাসে রোজ ঝোঁকে
জায়নামাজটা থাকে তবুও নাখোশ।
ঈদের মৌসুম আসে খুশির বার্তা ভাসে
ঈদ আসে, চলে যায় হয়না চেতন
কুরবানী শেষে হয় কেবলই প্রাণের ক্ষয়
আত্মা তেমনি জড় চীরঅচেতন।
আমাদের হৃদগাহে কুরবানী নেই আর
আমরা মগ্ন থাকি আত্মপূজার,
হারিয়ে ফেলেছি হায় ত্যাগের মহান জয়
সত্য সুবাসে ভরা ঈদ সমাহার!
আমাদের হৃদগাহে রক্তক্ষরণ হয়
আমাদের কলিজাটা বেদনার গান গায়।