মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বেরোবিতে ৭ থেকে ৯ অক্টোবর সকল পরীক্ষা স্থগিত

বুধবার, অক্টোবর ১, ২০২৫
বেরোবিতে ৭ থেকে ৯ অক্টোবর সকল পরীক্ষা স্থগিত

বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আগামী ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ছুটি ও বন্ধের সময়সীমার মধ্যে ৯ অক্টোবর পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণ করা যাবে না।

গত বুধবার (১ অক্টোবর ২০২৫) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পূর্বঘোষণা অনুযায়ী আগামী ৭ অক্টোবর থেকে যথারীতি ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে। তবে স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সূচি বিভাগসমূহ নিজ উদ্যোগে পরবর্তীতে প্রকাশ করবে।

এ সময়ে শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগের ঘোষণার প্রতি লক্ষ্য রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এমআই


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল