সর্বশেষ সংবাদ
সময় জার্নাল প্রতিবেদক :
ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটওয়্যার ‘পেগাসাস’ কেনা হয়নি বলে দাবি করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সূত্র : এনটিভি অনলাইন।
তাঁর ভাষায়, ‘আমাদের দেশের বিদ্যমান আইন অনুযায়ী অপরের ফোনে আড়িপাতা সম্পূর্ণ নিষিদ্ধ। যেটা নাগরিকদের জন্য নিষিদ্ধ, সেটা সরকার করতে যাবে কেন? ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্র বা সফটওয়্যার কেনার প্রশ্নই আসে না।’
প্রসঙ্গত : স্মার্টফোনে আড়িপাতার জন্য ইসরায়েলে তৈরি হ্যাকিং সফটওয়্যার ‘পেগাসাস’ বাংলাদেশসহ বিশ্বের ৪৫টি দেশে রয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংস্থার অনুসন্ধানে উঠে এসেছে।
গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে পেগাসাস বিষয়ে বলা হয়েছে, কোনো বেসরকারি প্রতিষ্ঠানের তৈরি করা সবচেয়ে শক্তিশালী স্পাইওয়্যার হলো ইসরায়েলের এনএসও গ্রুপের তৈরি এই ‘পেগাসাস’। ইসরায়েল এটি বিভিন্ন দেশের সরকারের কাছে বিক্রি করেছে। এই হ্যাকিং সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী সরকার মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী ও রাজনীতিকদের ফোনে নজরদারি চালাচ্ছে। ‘পেগাসাস’ ব্যবহার করে যে কারো আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করা সম্ভব। একইভাবে এ সফটওয়্যারের মাধ্যমে মালিকের অগোচরে গোপনে তার ভিডিও বা মাইক্রোফোন চালু করে কথোপকথনও রেকর্ড করা সম্ভব।
এ বিষয়টি প্রথমে প্যারিসভিত্তিক সংস্থা ফরবিডেন স্টোরিজ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নজরে আসে। পরে তারা গার্ডিয়ান ও ওয়াশিংটন পোস্টসহ ১৭টি সংবাদমাধ্যমকে তা জানায়। কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোর সিটিজেন ল্যাবের গবেষণায় ৪৫টি দেশে ‘পেগাসাস’ থাকার প্রমাণ পাওয়া গেছে বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে। যেসব দেশের নাম উল্লেখ করা হয়েছে সেগুলো হলো– আলজেরিয়া, বাহরাইন, বাংলাদেশ, ব্রাজিল, কানাডা, মিসর, ফ্রান্স, গ্রিস, ভারত, ইরাক, ইসরায়েল, আইভরি কোস্ট, জর্ডান, কাজাখস্তান, কেনিয়া, কুয়েত, কিরগিজস্তান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, মেক্সিকো, মরক্কো, নেদারল্যান্ডস, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন অঞ্চল, পোল্যান্ড, কাতার, রুয়ান্ডা, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, তাজিকিস্তান, থাইল্যান্ড, টোগো, তিউনিশিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উগান্ডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ইয়েমেন ও জাম্বিয়া।
সময় জার্নাল/ইএইচ
Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.
উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ
কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল