খুবি প্রতিনিধি:
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। তবে এ বছরও বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান।
তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন ও রমজান মাসের কারণে ভর্তি পরীক্ষার সময়সূচি আগের বছরের তুলনায় কিছুটা এগিয়ে আসতে পারে। এ বিষয়ে চলতি সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সময় জার্নাল-এর সঙ্গে আলাপকালে অধ্যাপক হারুনর রশীদ খান বলেন, “আমরা এখনও পরীক্ষার তারিখ নির্ধারণ করিনি। ফেব্রুয়ারিতে যেহেতু রমজান ও নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, তাই আশা করা যায় পরীক্ষা কিছুটা এগিয়ে আসতে পারে। পরীক্ষার তারিখের বিষয়ে এ সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে।”
তিনি আরও বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় টার্ম সিস্টেমে পরিচালিত হয়, যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে ভিন্ন। জিএসটি ব্যবস্থায় থাকলে আমাদের সেশনজটের আশঙ্কা দেখা দেয়। তাই ইউজিসি ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চাপ থাকলেও আমরা চাই, আমাদের নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নিতে।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে ধারণা করা হচ্ছে, খুবির ভর্তি পরীক্ষা আগের বছরের তুলনায় কিছুটা আগে অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে এসে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়। সেই পরীক্ষায় এমসিকিউ ও লিখিত—দুই ধরনের প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিনটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হয়েছিল। ১ হাজার ১১০টি আসনের বিপরীতে এ, বি ও সি ইউনিট মিলিয়ে রেকর্ডসংখ্যক ১ লাখ ৭ হাজার ৬৮৫টি আবেদন জমা পড়ে।
এমআই