সময় জার্নাল ডেস্ক:
ইতিহাসের অন্যতম সেরা বিজ্ঞানীর একটি বেহালা নিলামে আট লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। খবর বিবিসির।
১৮৯৪ সালের জান্টারের বেহালাটি আইনস্টাইনের প্রথম বেহালা হিসেবে ধরা হয়। ধারণা করা হচ্ছিল, বেহালাটি তিন লাখ পাউন্ড মূল্যে বিক্রি হবে। গ্লোসেস্টারশায়ারের সাউথ সেরনির ডোমিনিক উইন্টার অকশনিয়ার্সে এ নিলাম অনুষ্ঠিত হয়।
আইনস্টাইনকে তার বন্ধুর উপহার দেওয়া একটি দর্শনশাস্ত্রের বইও নিলামে তোলা হয়। সেটি বিক্রি হয় দুই হাজার ২০০ পাউন্ডে।
সব মূল্যের ওপর ২৬ দশমিক চার শতাংশ কমিশন যোগ করা হবে, যার ফলে বেহালাটির চূড়ান্ত মূল্য এক মিলিয়ন পাউন্ডের বেশি হবে।
নিলামকারীরা মনে করছেন, কমিশন যোগ করার পর এটিই হবে স্ট্রাদিভারিয়াসদের তৈরি সবচেয়ে বেশি দামের বেহালা যা আগে কোনো পেশাদার কনসার্টে বেহালাবাদক মালিকানায় নেই। এই রেকর্ডটি এর আগে এমন একটি যন্ত্রের দখলে ছিল যা সম্ভবত টাইটানিকে বাজানো হয়েছিল।
ডোমিনিক উইন্টার অকশনিয়ার্সের সিনিয়র নিলামকারী ও ঐতিহাসিক স্মৃতিসামগ্রী বিশেষজ্ঞ ক্রিস অ্যালবারি এই বিক্রয়কে একটি 'বিশেষ মুহূর্ত' হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, নিলামটি প্রায় ১০ মিনিটে সম্পন্ন হয়েছিল।
ক্রিস অ্যালবারি বিবিসি রেডিও গ্লোসেস্টারশায়ারকে বলেন, নিলামের শেষ মুহূর্ত পর্যন্ত তিনজন ফোন বিডার সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
তিনি বলেন, অনেক মানুষ জানতেন না যে আইনস্টাইন বেহালা বাজাতেন।
আইনস্টাইন নিজেই বলতেন, যদি তিনি বিজ্ঞানী না হতেন, তবে তিনি গায়ক হতে চেয়েছিলেন।
তিনি প্রায় চার বছর বয়সে বেহালা বাজানো শেখা শুরু করেছিলেন এবং তিনি প্রতিদিনই এটি বাজাতেন।
আইনস্টাইনের মালিকানাধীন একটি বাইক স্যাডেল নিলামে বিক্রি হয়নি এবং এটি পুনরায় তালিকাভুক্ত হতে পারে।
নিলামের সমস্ত সামগ্রী মূলত আইনস্টাইন তার ঘনিষ্ঠ বন্ধু এবং পদার্থবিজ্ঞানী সহকর্মী ম্যাক্স ভন লাওকে ১৯৩২ সালের শেষ দিকে উপহার দিয়েছিলেন।
এর কিছু সময় পরে, আইনস্টাইন জার্মানিতে বস্তুবাদ এবং নাৎসিবাদ থেকে বাঁচতে আমেরিকায় পাড়ি জমান।
ম্যাক্স ভন লাও ২০ বছর পরে এগুলো একজন পরিচিত এবং আইনস্টাইনের অনুরাগী মারগারেটে হোমরিখকে উপহার দিয়েছিলেন, এবং এখন এগুলো তার বড়-দাদা-দাদির নাতনী নিলামের জন্য তুলেছেন।
আরেকটি বেহালা যা আইনস্টাইনের মালিকানাধীন ছিল, এবং যা তিনি ১৯৩৩ সালে আমেরিকায় পৌঁছানোর সময় উপহার হিসেবে পেয়েছিলেন, তা ২০১৮ সালে নিউ ইয়র্কে নিলামে তিন লাখ ৭০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছিল।
এমআই