বেরোবি প্রতিনিধি:
উত্তরের বাতিঘর খ্যাত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে। আগামী ১২ অক্টোবর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিশুদের অংশগ্রহণে নানা আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক মো. ইসমাইল হোসেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী রবিবার (১২ অক্টোবর) বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের ১নং খেলার মাঠে প্রতিযোগিতা শুরু হবে।
এতে বিভিন্ন শ্রেণির অংশগ্রহণকারীদের জন্য ভিন্ন ভিন্ন ইভেন্ট নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য দৌড় ও মোরগযুদ্ধ প্রতিযোগিতা, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য বেলুন ফুটানো, শিক্ষকদের জন্য হাড়িভাঙ্গা প্রতিযোগিতা এবং কর্মকর্তাদের জন্য রশি টানাটানিসহ নানা মজার ইভেন্ট থাকবে। এছাড়া কর্মচারী ও শিশুদের জন্যও পৃথক প্রতিযোগিতা আয়োজন করা হবে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ব্র্যাক চেয়ারপারসন ও পিপিআরসি-এর নির্বাহী চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।
এমআই