এম.পলাশ শরীফ, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা বিএনপি নেতা মোরেলগঞ্জ-শরণখোলা ও কচুয়া আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, যদি কেউ আওয়ামী লীগ, জাতীয় পার্টি করে এলাকায় বিশৃংখলা সাধারণ মানুষের ক্ষতি স্বাধন করে থাকে তার বিচার প্রচলতি আইনে রাষ্ট্র করবে। বিএনপি দলীয় নেতাকর্মীরা আইন হাতে তুলে নিয়ে কারও বিচার করবে না। সালিশ বিচার দখলদারিত্ব দলীয় নির্দেশনা সম্পূন্ন নিষিদ্ধ।
শুক্রবার জুমার নামজ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারেরর ৩১ দফা লিফলেট বিতরণ শেষে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, দেশ এখন নির্বাচন মুখি। সকল মানুষের ঐক্যে ও সম্প্রতির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালিত হবে। দলীয় মনোনয়নের ক্ষেত্রে বাগেরহাটের ৪টি আসনই অমিমাংসীত। বিগত দিনে আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলাম, ধানের শীষে বিজয়ের জন্য এখনও সাধারণ মানুষের সাথে আছি।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, প্রভাষক রাসেল আল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে কলেজ শিক্ষক নাসরিন আক্তারের পিতা আব্দুর রব ফরাজীর নামাজে জানাজায় অংশ নেন।
এমআই