ডিআইইউ প্রতিনিধি:
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) উদ্যোগে আগামীকাল শনিবার (১১ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিডিয়া সংস্কার: চ্যালেঞ্জ এবং নীতি প্রস্তাবনা’ শীর্ষক নীতি সংলাপ।
এদিন দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ নীতি সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপের মূল লক্ষ্য বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও নীতি কাঠামোর ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা এবং বাস্তবধর্মী দিকনির্দেশনা প্রদান করা। এতে সরকারের নীতিনির্ধারক, সিনিয়র সাংবাদিক, আইন বিশেষজ্ঞ, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। তারা গণমাধ্যম খাতের বর্তমান চ্যালেঞ্জ চিহ্নিত করে কার্যকর নীতি সংস্কারের জন্য বাস্তবসম্মত প্রস্তাবনা উপস্থাপন করবেন।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন:
এ এস এম সালেহ আহমেদ - সিনিয়র সচিব, ভূমি মন্ত্রণালয়
মো: কামাল উদ্দিন, সচিব (আইএমইডি), পরিকল্পনা মন্ত্রণালয়
প্রফেসর ড. জাহিদুল ইসলাম - ভাইস চ্যান্সেলর, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ডাঃ এমডি আয়াতুল ইসলাম,অতিরিক্ত সচিব, ধর্ম মন্ত্রণালয়
জুলকার নায়ন - জোনাল এক্সিকিউটিভ অফিসার (উপসচিব), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী- চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ,ডিআইইউ
মো: কামরুল ইসলাম - ভারপ্রাপ্ত সম্পাদক, ঢাকা পোস
ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মাদ শামসুদ্দিন - নিরাপত্তা বিশ্লেষক
আবু সালেহ আকন - সভাপতি, ঢাকা রিপোটার্স ইউনিটি
মো: মিনহাজ উদ্দীন - সহকারী অধ্যাপক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ড. মোহাম্মদ সারোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি
ফসিহ উদ্দিন মাহতাম- স্পেশাল করেসপন্ডেন্ট, প্রতিদিনের বাংলাদেশ
আয়োজকদের মতে, এই সংলাপ তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি শিক্ষণীয় ও অভিজ্ঞতামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এতে গণমাধ্যমে দায়িত্বশীলতা ও স্বাধীনতার ভারসাম্য রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচিত হবে।
ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “গণমাধ্যম সমাজের অন্যতম শক্তিশালী স্তম্ভ। এই সংলাপের মাধ্যমে গণমাধ্যম সংস্কার ও উন্নয়ন বিষয়ে নীতিনির্ধারক পর্যায়ে ইতিবাচক বার্তা পৌঁছে যাবে বলে আমরা আশাবাদী।”
আলোচনার প্রধান বিষয়গুলো- গণমাধ্যমের স্বাধীনতা ও নিয়ন্ত্রণের ভারসাম্য; গণমাধ্যম সম্পর্কিত আইন ও নীতি সংস্কার; সাংবাদিকতায় আর্থিক স্থায়িত্ব ও জবাবদিহিতা; ডিজিটাল যুগে গণমাধ্যমের চ্যালেঞ্জ ও সম্ভাবনা।
একে