এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার সালিথা গ্রামে নেশার টাকা না পেয়ে নিজ ঘরে আগুন দিয়েছেন রাজু ফকির নামে এক যুবক। শনিবার (১১ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত রাজু ফকির ওই গ্রামের আজগার ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ফকির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই পরিবারের সদস্যদের কাছে নেশার টাকা দাবি করতেন। শনিবার পরিবার টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে ঘরের আসবাবপত্রসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায় এবং পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজু ফকিরকে দণ্ডবিধির আওতায় ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা জানান, রাজু ফকির দীর্ঘদিন ধরে এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। পরিবার ও প্রতিবেশীরা একাধিকবার তাকে নেশামুক্ত করার চেষ্টা করলেও তিনি ফেরেননি।
এমআই