মোঃ রানা ইসলাম, শেকৃবি প্রতিনিধি:
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) বেহাল রাস্তাটি সংস্কারের এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন রাস্তাটি নিজস্ব অর্থায়নে সংস্কার করে সংগঠনটির নেতাকর্মীরা।
সংগঠনটির নেতারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি খানাখন্দে ভরা থাকায় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট সবার চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে ক্যাম্পাসে প্রবেশ ও বাহির হওয়ার এই গুরুত্বপূর্ণ পথে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত।
এ অবস্থায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো উদ্যোগ না দেখে নিজেদের উদ্যোগেই রাস্তাটি সংস্কারে নামে ছাত্রদল। কাজের সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবীর তাপস, সাধারণ সম্পাদক বি.এম. আলমগীর কবীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদসহ অন্যান্য নেতাকর্মীরা স্বশরীরে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বি.এম. আলমগীর কবীর বলেন,“শিক্ষার্থীদের ভোগান্তি আমাদের চোখে পড়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ না নেওয়ায় আমরা ছাত্রদলের পক্ষ থেকে এই জনগুরুত্বপূর্ণ কাজটি হাতে নিয়েছি। আমরা বিশ্বাস করি, ছাত্ররাজনীতির মূল লক্ষ্যই হলো সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা ও তাদের কল্যাণে কাজ করা।”
সভাপতি আহমেদুল কবীর তাপস বলেন,“বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন রাস্তা দীর্ঘদিন যাবত কাটা ছিল এবং সেখানে পানি জমে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। বর্ষার কারণে সমস্যা আরও বেড়ে যাওয়ায় নিজেদের অর্থায়নে রাস্তাটি মেরামতের উদ্যোগ নিয়েছি।”
এমআই