তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের দাবির প্রেক্ষিতে ঝাল চত্বরে ( আম বাগান) সংস্কার কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার ( ১২ অক্টোবর ) ১১টার সময় বালু ফেলে তারা এ কার্যক্রম শুরু করে।
জানা যায়, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম গুরুত্বপূর্ণ আড্ডাস্থল ঝাল চত্বর। কিন্তু বৃষ্টি হলেই পানিতে ভরে যায় স্থানটি। পানি কমলেও দীর্ঘ সময় যাবৎ কাদায় ভর্তি হয়ে থাকে স্থানটি। যে কারনে স্থানটি সংস্কারের জন্য দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।
এদিকে, গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও চলমান শিক্ষক নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি করে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচি শেষে উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সাথে সাক্ষাৎ করে সাজিদ খুনিদের গ্রেফতার ও নিয়োগ বোর্ড বাতিলে ৪৮ ঘন্টা ও আমবাগানে বালু ফেলার জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় তারা। তারই প্রেক্ষিতে কাজ শুরু করে প্রশাসন।
শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, " শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে আমরা এ দাবি তুলেছিলাম। প্রশাসন আমাদের দাবির প্রেক্ষিতে বালু এনে ফেলেছে কিন্তু এখনো ভরাট করেনি। আমরা চাই, জনভোগান্তি কমাতে প্রশাসন দ্রুত এ সমস্যা সমাধান করুক।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দীন বলেন, " প্রশাসনের নির্দেশের সাপেক্ষে আমরা বালু ভরাটের কাজ শুরু করেছি। কাদা না হওয়ার স্বার্থেই এ পদক্ষেপ। প্রশাসন নির্দেশ দিলে আমরা পরবর্তী পদক্ষেপ নিব।
একে