আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার মিসরের শারম আল-শেখে ‘গাজা শান্তি সম্মেলনে’ অংশ নেবেন না। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আজ মিসরে আয়োজিত একটি সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এ কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। তবে তিনি বলেছেন, ছুটির শুরুর আগ মুহূর্তের কারণে তিনি সম্মেলনে অংশগ্রহণ করতে পারবেন না।
এর আগে সোমবার সকালে হোয়াইট হাউস এবং মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, ইসরায়েলি প্রধানমন্ত্রী সম্মেলনে উপস্থিত থাকবেন।
সূত্র: বিবিসি
একে