মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সাতক্ষীরার ভোমরা বন্দরে বিজিবির অভিযান

খৈলের আড়ালে ভারত থেকে আনা সাড়ে ৭ কোটি টাকার শাড়ি ও থ্রি পিস আটক, তিনটি ট্রাক জব্দ

সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
খৈলের আড়ালে ভারত থেকে আনা সাড়ে ৭ কোটি টাকার শাড়ি ও থ্রি পিস আটক, তিনটি ট্রাক জব্দ

মুহা: জিললুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দ দিয়ে ভারতীয় খৈল বোঝাই ট্রাকে খৈলের মধ্যে লুকিয়ে বাংলাদেশে পাচারের সময় প্রায় সাড়ে সাত কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, ফেনসিডিল ও ২০ টন খৈলসহ একটি ভারতীয় ও দুটি বাংলাদেশি ট্রাক জব্দ করেছে বিজিবি।

রোববার (১২ অক্টোবার) রাত সাড়ে ৮টার দিকে ভোমরা স্থলবন্দর এলাকা থেকে ট্রাক ভর্তি এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, রোববার (১২ অক্টোবর) বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপির আওতাধীন ভোমরা আইসিপি দিয়ে আগমনকৃত ভারতীয় খৈল বোঝাই ট্রাকে খৈলের বস্তার মধ্যে শুল্ককর ফাঁকি দিয়ে ভারতীয় অতি উন্নতমানের ও উন্নতমানের শাড়ী, থ্রী-পিস, ব্লাউজ ও ফেনসিডিল লুকিয়ে আনা হবে। এরুপ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল ভোমরা স্থলবন্দর ১নং গেইটের নিকট অবস্থান গ্রহণ করে। 

এসময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারতীয় ট্রাক (ডই-৫৭উ৬১৫১) এর চালক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট এলাকার মোঃ লিটন মিয়া এবং হেলপার মোঃ সাগর মিয়া ট্রাকটি বিজিবি চেকপোষ্টে ৩৩ টন খৈল রয়েছে মর্মে লিপিবদ্ধ করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করে এবং যানজট থাকায় গাড়িটি ফলমোড় নামক স্থানে নিয়ে অবস্থান করে।

বিজিবির আভিযানিক দল গাড়ীটি রাস্তার পার্শ্বে সাইড করতে বললে চালক তাদের নির্দেশনা অমান্য করে বিপদজনকভাবে গাড়ীটি চালিয়ে দ্রুত কাস্টমস পার্কিং এর দিকে চলে যায়। গাড়িটি অনুসরণ করে আভিযানিক দল ঘটনাস্থলে হাজির হলে কাস্টমস এর গেইট বন্ধ অবস্থায় স্থল বন্দরের লেবার দ্বারা ভারতীয় ট্রাক হতে মালামাল বাংলাদেশী ট্রাক যথাক্রমে ঢাকা (মেট্রো-ট-১৬-৩৬১৩) এবং (ঢাকা-মেট্রো-ট-২২-৫৯০৩) এর চালক ও হেলপার এর তত্ত্বাবধানে আনলোড করতে দেখে। এসময় টহল দলের উপস্থিতি বুঝতে পেরে উপস্থিত লেবারসহ ভারতীয় ও বাংলাদেশী ট্রাক চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে রাত সাড়ে ৮টার দিকে আভিযানিক দল উক্ত জায়গা ও যানবাহন তল্লাশী করে ভারতীয় খৈল ২০টন, অতি উন্নতমানের শাড়ী ২,৪৮৯ পিস, উন্নতমানের শাড়ী ২১০০ পিস, অতি উন্নমানের থ্রি-পিস ৩৫৮ পিস, উন্নতমানের থ্রি-পিস ১৫০ পিস, ব্লাউজ ২০৫ পিস, ফেনসিডিল ১৫০ বোতল পাওয়া যায়। অবৈধ মালামাল বহনের অভিযোগে একটি  ভারতীয় ট্রাক এবং ২টি বাংলাদেশী ট্রাক জব্দ করা হয়। আটক মালামালের আনুমানিক মূল্য ৭ কোটি ৩৯ লাখ ২১ হাজার ৫শ' টাকা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বলা হয়, আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য এবং ট্রাক আইনী প্রক্রিয়া অনুসরণ করে সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

একে


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল