গজারিয়া প্রতিনিধি : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায় আলিপুরা নামক স্থানে প্রাইভেট কার খাদে পড়ে তিনজন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে একজন পুরুষ দুইজন নারী। তাদের নাম-ঠিকানা এখনো জানা যায় নাই। ঢাকা মেট্রো গ ৩৪-৫৪৬০ ঢাকামুখী প্রাইভেটকারটি বুধবার গভীর রাতে মহাসড়কের পাশে পানিতে ডুবে এই ঘটনা ঘটে।
ভবেরচর হাইওয়ে ফাঁড়ি অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, বুধবার গভীর রাতের যেকোনো সময়ে ঘটনাটি ঘটেছে। ডিউটি পুলিশ দায়িত্বে থাকাকালীন দুর্ঘটনার সংবাদ অবগত হয়নি। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় স্থানীয় লোকের মাধ্যমে সংবাদ পেয়ে, কিলু ডিউটি পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেকার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায় নাই। তাদের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।
নিহতদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সময় জার্নাল/এমআই