বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

জামায়াতের পিআর পদ্ধতিতে ভোট দাবি ‘অবান্তর’: রিজভী

বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
জামায়াতের পিআর পদ্ধতিতে ভোট দাবি ‘অবান্তর’: রিজভী

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (পিআর) নির্বাচন করার প্রস্তাবকে ‘অবান্তর’ মন্তব্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এসব বলে ‘বিভ্রান্তি তৈরি করা হচ্ছে’।

পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বলার পেছনে দলটির ‘অন্য কোনো মাস্টারপ্ল্যান’ কি না সেই সংশয়ও প্রকাশ করেছেন তিনি।

বুধবার দুপুরে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

রিজভী বলেন, “বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশ যেগুলো অতি উন্নত গণতান্ত্রিক দেশ যেমন ব্রিটেন, আমেরিকা, যদি আমরা বলি বা আরো অন্যান্য দেশে প্রতিনিধি নির্বাচনের যে পদ্ধতিটা চালু আছে…সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া...তো আমাদের এখানে কি এমন ঘটনা ঘটলো যে, পিআরই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল?

“এটা আমার মনে হয়, অবান্তর কথা তারা (জামায়াতে ইসলামী) বলছেন। এটা বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন অথবা তাদের অন্য কোন মাস্টার প্ল্যান আছে কি না আমি জানিনা…থাকলেও থাকতে পারে যে, নির্বাচন হওয়া না হওয়া নিয়ে।”


পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে যেন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে সতর্ক করেছেন রিজভী।


রিজভী বলেন, “তা না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে, কালো ঘোড়া ঢুকে যেতে পারে।”

এদিকে জামায়াতসহ কয়েকটি দল জাতীয় সংসদের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোট চাইছে। কিন্তু বিএনপিসহ কয়েকটি দল এর প্রবল বিরোধিতা করে বর্তমান পদ্ধতিতে সরাসরি ভোট চাইছে।

পিআর ভোট নিয়ে রিজভী বলেন, “উন্নত দেশ দীর্ঘদিনের গণতন্ত্র চর্চার দেশেও এখন কথা উঠেছে। এই পদ্ধতিতে (পিআর) জনমতের ট্রু রিফলেকশনটা হয় না। এ নিয়ে সেই সব দেশে আলাপ-আলোচনা, বির্তক চলছে। আপনি জানেন যে, জাপান গণতন্ত্রের দিক থেকে অতি উন্নত একটি দেশ এবং সেখানেও ৩৭% পিআর পদ্ধতি চালু আছে। সেখানে সারা বিশ্বেই পিআর পদ্ধতি নিয়ে আলোচনা, সমালোচনা চলছে, কোথাও পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি সেখানে হঠাৎ করে আমাদের এখানে কেনো চালু করতে চাইবেন?

“আমরা মনে করি, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আপনি হঠাৎ করে পিআর ভোটের কথা বলেন, এতে জনমনে বিভ্রান্ত তৈরি করবে। আমি এই পর্যন্ত যত জরিপ দেখেছি, বিশেষ করে গণমাধ্যমে সেখানে অধিকাংশ মানুষ আনুপাতিক হারে ভোট পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই এবং অনেকেই কনভিউজড অবস্থায় আছেন।”

গণভোটে ও নির্বা্চন প্রসঙ্গে তিনি বলেন, “জুলাই সনদে গণভোটের যে ব্যাপারটা রয়েছে…দুই-একটি দল চাচ্ছেন তারা এটি আগে করার জন্য। এখন আগে আপনি কখন করবেন? যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়…কারণ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে। তাহলে নিশ্চয়ই রোজার আগে নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোন গত্যন্তর নেই।”

“এখন অক্টোবরের মাঝামাঝি সময়…নির্বাচন ও গণভোট এর তো একটা প্রস্তুতি আছে। জনগণকে সম্পৃক্ত করতে হয়, বহুবিধ কাজ থাকে, বহু কার্যক্রম থাকে। ফলে গণভোট আগে করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন কি করে? এতে সংকট তৈরি করবে। বরং একই দিনে গণভোট ও জাতীয় নির্বা্চন অনুষ্ঠিত হওয়াটাই বাঞ্ছনীয় বলে মনে সবাই করছেন, এটাই সবার কাছে গ্রহনযোগ্য হবে।”

জাতীয় নির্বাচন দ্রুত হওয়া জররি বলে মন্তব্য করেছেন রিজভী।

“প্রত্যেকেই মনে করছেন যে, দেশে রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা অর্থনৈতিক অবস্থা দেখছেন যে, বিনিয়োগ একেবারে শূন্যর কোঠায়।…কারণ নির্বাচিত সরকার নেই।

‘‘ নির্বাচিত সরকার থাকলে পরে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা তারা আস্থাশীল হয়, তারা বিনিয়োগ করতে আস্থাবান হয় এবং তারা বিনিয়োগ করেন। বিনিয়োগের সাথে কর্মসংস্থানের যেমন একটা বিষয় আছে এবং অর্থনীতিকে সামগ্রিকভাবে চাঙ্গা করার একটা বিষয় আছে। সেই ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে পরে সংকট আরো ঘনীভূত হবে।”

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল