নিজস্ব প্রতিবেদক:
ওয়ানডে ফরম্যাটে হতাশাজনক পাফরম্যান্স পেছনে ফেলে জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। শনিবার (১৮ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ।
আফগানিস্তানসহ গত বছরের নভেম্বর থেকে টানা চারটি সিরিজ হেরেছে বাংলাদেশ। এমনকি গত বছরের নভেম্বর থেকে ১৪ ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে টাইগাররা। হতাশার মধ্যেও বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় হলো, সর্বশেষ চার সিরিজ বিদেশের মাটিতে হারলেও ঘরের মাঠে সর্বশেষ সিরিজে ঠিকই জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এ সিরিজ জয় ক্যারিবিয়ানদের বিপক্ষে সাহস জোগাবে মিরাজ-তাসকিনদের।
আফগান সিরিজের শেষ ওয়ানডেতে বাদ পড়া জাকের আলি অনিক ক্যারিবীয় বিপক্ষে প্রথম ওয়ানডেতে সুযোগ পাবেন কি না সেই প্রশ্নও করছেন কেউ কেউ। উইন্ডিজদের ধরাশয়ী করতে মিরপুরে প্রস্তুত করা হয়েছে কালো উইকেট। কন্ডিশন বিবেচনায় টাইগারদের একাদশে থাকতে পারেন সৌম্য সরকার। এ ছাড়া জাকের আলিও এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন।
পেস বোলিংয়ে মুস্তাফিজের সঙ্গী হতে পারেন তাসকিন। স্পিনে রিশাদের সঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি তানভীরের। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, নুরুল হাসান সোহানদের ওপরই ভরসা রাখার সম্ভাবনা বেশি টিম ম্যানেজমেন্টের।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
একে