বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরিসংখ্যান বিভাগের আয়োজনে বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে এক উদ্বোধনী অনুষ্ঠানের পর বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিডিয়া চত্বরে এসে শেষ হয়। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
র্যালিটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. সিদ্দিকুর রহমান, রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম, প্রক্টর ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শক দপ্তরের পরিচালক ইলিয়াস প্রামাণিকসহ বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, “আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান বিষয়টি সংখ্যার মাধ্যমে বাস্তবতা প্রকাশের এক বিজ্ঞান। আধুনিক যুগে পরিসংখ্যান ছাড়া পরিকল্পনা ও উন্নয়ন সম্ভব নয়। যেকোনো নীতিনির্ধারণে সঠিক পরিসংখ্যানগত তথ্য অপরিহার্য। আমাদের পরিসংখ্যান যত নির্ভুল হবে, আমাদের উন্নয়নও তত গতিশীল হবে।”
উল্লেখ্য, বিশ্ব পরিসংখ্যান দিবস হলো পরিসংখ্যানের গুরুত্ব উদযাপনের একটি আন্তর্জাতিক দিবস। জাতিসংঘের পরিসংখ্যান কমিশনের উদ্যোগে প্রথমবার ২০১০ সালের ২০ অক্টোবর এটি পালিত হয়। প্রতি পাঁচ বছর অন্তর বিশ্বব্যাপী দিবসটি উদযাপিত হয়ে আসছে।
একে