তালুকদার হাম্মাদ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রীসংস্থার উদ্যোগে দুদিনব্যাপী মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ও বুধবার ( ২১ ও ২২ অক্টোবর) সকাল ১১টা থেকে ৪ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলাতে এটি অনুষ্ঠিত হয়। এরই মাধ্যমে ক্যাম্পাসে প্রকাশ্যে আসে সংগঠনটি।
উৎসবস্থলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বটতলায় সুসজ্জিত চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর একটি বুথ সংগঠন সম্পর্কে জানানোর জন্য, বাকিগুলো উপহার প্রদান, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদী দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। উৎসবে নারী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা গেছে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, "ছাত্রীসংস্থার এরকম উদ্যোগ আসলেই প্রশংসনীয়। এখানে আমরা আসছি, কথা বলছি, হাতে মেহেদী দিচ্ছি, নতুন মানুষদের সঙ্গে পরিচিত হচ্ছি। যদিও আমরা এই সংস্থার ব্যাপারে আগে তেমন কিছু জানতাম না, এখন জানতে পারছি। এখানে সকল ধর্মের মানুষ আসছে, উদযাপন করছে। আমরা চাই ক্যাম্পাসে এরকম আয়োজন আরও হোক। এই সংগঠন এরকম আয়োজনগুলো চালু রাখবে সেই প্রত্যাশা রাখছি।"
সংগঠনটির শাখা সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “আমরা দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করেছি। সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদী উৎসবসহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক আমাদের এ সংগঠন । বিগত ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রমগুলো করার চেষ্টা করছি এবং সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই ইনশাআল্লাহ।”
একে